Latest News

6/recent/ticker-posts

Ad Code

পাবজি খেলোয়াড়কে জীবনসঙ্গী করতে স্বামীকে ডিভোর্সের আবেদন



পাবজি খেলার নতুন নেশায় মেতে উঠেছে নতুন প্রজন্ম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কিছুদিন ধরেই পাবজির বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ জমা হচ্ছিল। কিন্তু এবারে ১৯ বছর বয়সি এক মেয়ের ফোনে নড়েচড়ে বসল গুজরাট। ‘অভয়ম-১৮১’ হেল্পলাইন নম্বরে ফোন করে ওই তরুণী দাবি করেছেন, তিনি তাঁর বর্তমান স্বামীর থেকে ডিভোর্স নিয়ে পাবজি খেলার সঙ্গীর সঙ্গে কাটাতে চান বাকি জীবন।

‘অভয়ম-১৮১’ গুজরাট সরকারের একটি বিশেষ হেল্পলাইন নম্বর, যার প্রধান উদ্দেশ্য মহিলাদের কোনওরকম বিপদে তাঁদের সাহায্য করা। সেখানেই ফোন করে ওই তরুণী সাহায্যের জন্য আবেদন জানান। তরুণীর এই আবেদনের পর মনস্তাত্ত্বিকদের একটি দল তাঁর বাড়িতে যায় এবং তাঁর পরিবারের লোকজনের সঙ্গে কথাও বলে বিষয়টি সম্পর্কে। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, আবেদনকারিনী নিজে একজন পাবজি খেলোয়াড়, এবং সারাদিন তিনি মোবাইলে পাবজি খেলতে ব্যস্ত থাকেন। সেখান থেকেই পরিবারের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে।

অভয়মের প্রধান জানান, “অভয়ম হেল্পলাইন প্রকল্পের নীতি অনুযায়ী, একজন কাউন্সিলর বিকল্প পথের পরামর্শ দিতে পারেন, কিন্তু কখনোই আবেদনকারীর সিদ্ধান্তের উপর জোর খাটাতে পারেন না। আবেদনকারিনী জানিয়েছেন তিনি এই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছেন, প্রয়োজন পড়লে তিনি আবার আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code