মধুসূদন রায়, ২৪শে অক্টোবর :
গতকাল ধুপগুড়ির নতুন শালবাড়ির এক দুস্থ পরিবারের পাশে এসে দাড়ালো প্রয়াস। প্রয়াস সাথী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফে দুস্থ পরিবারের গৃহকর্তা সেরাজুল হকের চিকিৎসার জন্য অর্থ দিতে এগিয়ে এলো প্রয়াস।
প্রয়াস সাথী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে জানা যায় ধুপগুড়ি নুতুন শালবাড়ির স্বামী-স্ত্রী সহ একটি ছোট্ট পরিবারের দিন কাটে অত্যন্ত অভাব অনটনের মধ্য দিয়ে। বিগত চার বছর ধরে সেরাজুল হকের স্ত্রী আমিনা বেগম গলার ক্যান্সারে ভুগছেন, বিছানা থেকে ঠিকমতো উঠতে পারে না তিনি, এবং তার গলায় একটা পাইপ বসানো রয়েছে যার সাহায্যে তিনি বেঁচে আছেন। বাড়ির কর্তা সেরাজুল হকও টি.বি রোগে আক্রান্ত। দিন মুজুরি করে কোনো রকম পেটের ভাত টুকু জোগার করেন তিনি। বেশির ভাগ সময় স্ত্রী-এর দেখাশোনা করতে হয় বলে তেমন করে কাজেও যেতে পারেন না।অথচ সংসারের অনটনের মধ্য দিয়েও স্ত্রীর গলার পাইপ পাল্টাতে হয় কিছু দিন পর-পর। অনেক কষ্ট করে মাঝে মাঝে পাল্টান তার স্ত্রীর গলার পাইপ। কিন্তু কোন সময় সংসারের অভাবের কারনে ঠিক সময় মতো পাল্টাতে পারেন না এবং ঠিক সময় মতো গলার পাইপ না পাল্টানোর ফলে মহিলার অবস্থা আরও শোচনিয় হয়ে উঠে।
আজ এই পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়ায় প্রয়াস সাথী ওয়েলফেয়ার অর্গানাইজেশন।
আজ এই পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়ায় প্রয়াস সাথী ওয়েলফেয়ার অর্গানাইজেশন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊