আরিফ হোসেন, গিতালদহ, ২৪শে অক্টোবর:
খেলাধুলার মাধ্যমে গড়ে ওঠে মেলবন্ধন, সম্পর্ক ও বজায় থাকে সম্প্রীতি। সম্প্রীতি রক্ষার লক্ষ্যে নতুন উদ্যোগে গিতালদহের হরিরহাট স্পোর্টিং ক্লাব একটি দিবা-রাত্রি আট দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে এই খেলার নাম দেওয়া হয়েছে সম্প্রীতি ট্রফি। গিতালদহ উচ্চ বিদ্যালয়ের মাঠে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে।
এদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ বসুনিয়া, তৃণমূল কংগ্রেসের দিনহাটা মহকুমার কনভেনর নুর আলম ও গিতালদহ অঞ্চলের প্রধান আবুয়াল আজাদসহ আরো অনেকে। খেলা আরম্ভের আগে মাঠের চারপাশ ঘুরে দেখেন অতিথিগন। আট দলীয় এই দিবারাত্রি খেলা উপভোগ করার জন্য দূরদুরান্ত থেকে বিকাল থেকেই মানুষের ভিড় জমে গিতালদহজুড়ে। এই খেলা ঘিরে উৎসাহ দেখা দিয়েছে ছোটো থেকে বড়ো সকলরেই। খেলা উপভোগ করতে আসা দর্শকরা জানান, এরকম উদ্যোগে ও নামে এই খেলা আরো বেশি সমৃদ্ধ হবে। সকলেই সারারাত জুড়ে খেলা উপভোগ করার ইচ্ছায় থাকবে বলে জানান।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊