বিশ্বজিৎ বর্মন :  

আমেরিকান হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশনের  সাম্মানিক সদস্য পদের পুরস্কার পেয়েছেন  সর্ব প্রথম 1952 সালে ঐতিহাসিক যদুনাথ সরকার,  তারপর 2009 সালে ঐতিহাসিক রোমিলা থাপার এবং এইবার 2019 সালে ওই একই সম্মানে সম্মানিত হলেন  ঐতিহাসিক রামচন্দ্র গুহ।আমেরিকার বাইরে কাজ করেছেন যে ঐতিহাসিকরা যাদের জ্ঞান ও গবেষণা মার্কিন ইতিহাসবিদদের কাজে বিশেষ সহায়ক হচ্ছে তাদের অবদানের স্বীকৃতি হিসেবে  এই সাম্মানিক সদস্যপদ চালু করেছিল A.H.A । 2020 সালের জানুয়ারিতে নিউইয়র্কের এক অনুষ্ঠানে রামচন্দ্র গুহ র হাতে তুলে দেওয়া হবে এই সম্মান।
রামচন্দ্র গুহ এই পুরস্কারের  জন্য মনোনীত হওয়ার জন্য A.H.A এর প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন স্ত্রী সুজাতা , শিক্ষক শ্রী অঞ্জন ঘোষ এবং তার বইয়ের প্রথম সম্পাদিকা রুকুন আদবানীকে। বিভিন্ন গবেষণা পত্র পত্রিকায় নিয়মিত লেখা লেখির পাশাপাশি রামচন্দ্র গুহ র লেখা ইতিহাসের সবথেকে উল্লেখযোগ্য বই " India after Gandhi" । মহাত্মা গান্ধীর পর ভারতীয় রাজনীতি এবং ইতিহাসের গতি প্রকৃতি নিয়ে ইংরেজিতে লেখা মহাকাব্যিক এই বইটি প্রকাশিত হয়েছিল 2007 সালে । 2011সালে এটি সাহিত্য অ্যাকাডেমী পুরস্কার পায়।" The wall Street Journal " এবং "The Economist" দুই বিখ্যাত পত্রিকা বইটিকে বর্ষসেরা বইয়ের স্বীকৃতি দিয়েছিল।