Latest News

6/recent/ticker-posts

Ad Code

লোগো ব্যবহার করে রেলে চাকরি দেওয়ার নাম প্রতারণা! তৃণমূল নেতা শুভরঞ্জনের বিরুদ্ধে বড় অভিযোগ অর্জুন সিং-এর

লোগো ব্যবহার করে রেলে চাকরি দেওয়ার নাম প্রতারণা! তৃণমূল নেতা শুভরঞ্জনের বিরুদ্ধে বড় অভিযোগ অর্জুন সিং-এর 



তৃণমূল ছাত্র পরিষদ নেতা শুভরঞ্জন সিং এর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। টাকার বিনিময়ে ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট তৈরি করে দেওয়ার অভিযোগে পর এবার ভারতীয় রেলের লোগো এবং অশোক স্তম্ভ ব্যবহার করে প্যাড এবং ভিজিটিং কার্ড ছাপিয়ে রেলের চাকরিপ্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ। এ বিষয়ে অর্জুন সিং রেল দপ্তরে অভিযোগ জানিয়েছেন।

টাকার বিনিময়ে সরকারি নথি তৈরির অভিযোগ উঠেছিল টিএমসিপি নেতা শুভরঞ্জন সিংয়ের বিরুদ্ধে ৷ এবার তাঁর বিরুদ্ধে রেলের লোগো ও ভুয়ো নথি ব্যবহার করে চাকরি প্রার্থীদের কাছ থেকে লক্ষ-লক্ষ টাকা নেওয়ার অভিযোগ তুললেন প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং ৷

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন রেলের চাকরির জন্য এই কাজ করছে এবং তৃণমূলের নেতারা এই কাজে অংশ নিচ্ছে। কাঁচরাপাড়ায় রেলের ওয়ার্কসপে চলে যান ওখানে কিছু অফিসাররা আছে দীর্ঘদিন ধরে ওয়ার্কশপে চাকরি করছে ওদের ট্রান্সফার হয় না, পোস্টিং হয়না। ওখানে এমএলএ তত্তাবধানে লোহাচুরি হয়। যে রেলে চাকরি করে না সে কি করে এই লোগোটা ইউজ করতে পারে। আমি এটা জানতে চাইনি আমি এটা অফিশিয়ালি অভিযোগ করেছি আমার টুইটে এটা লেখা আছে। পুলিশ ছাড়া এসব হয় না, পুলিশ জড়িত আছে। শুভ রঞ্জন এর ব্যাকগ্রাউন্ড হলো চিটিংবাজি করা, না হলে এরকম কেউ করতে পারে, এর পেছনে টিএমসিপি নেতারা আছে, পার্থ ভৌমিক, বাবলা বোস এরা সবাই জড়িত আছে এর মধ্যে বলে মন্তব্য করেন তিনি।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন শুভরঞ্জন সিং। অর্জুন সিংকে তোপ দেগে পাল্টা তিনি বলেন, “ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের কাছ থেকে কি টাকাটা নেওয়া হয়েছে? কারও কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে কি? অশোকস্তম্ভ দেওয়া প্যাড কেউ ব্যবহার করতে পারে? বাচ্চা ছেলের মতো বাচ্চা ছেলের সঙ্গে লড়াই করছেন। আমি ওঁর সঙ্গে লড়াইয়ে প্রস্তুত। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। এর আগে জানুয়ারিতে এই নিয়ে অভিযোগ জানিয়েছিলাম। উনি অনেক কথা বলবেন। রেলমন্ত্রীকে চিঠি পাঠান না। তাঁকে তো প্রমাণ করতে হবে।” 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code