Latest News

6/recent/ticker-posts

Ad Code

বন্ধুর জীবন বাঁচাতে এগিয়ে এলো কলেজের বন্ধুরা


দীপ রায়ঃ 
দুটো কিডনি প্রায় ৯০ শতাংশ  নষ্টের দিকে পার্থ বিশ্বাসের। বন্ধুর জীবন বাঁচাতে এগিয়ে কলেজের বন্ধুরাই।পার্থ বিশ্বাসে বাড়ি নদীয়া জেলার আসাননগরে।বর্তমানে কৃষ্ণনগর গ্লোবাল কলেজের ইলেকট্রিশিয়ান নিয়ে পড়াশোনা করছে। চিকিৎসা চলছে ভেলোর সি.এম.সি হাসপাতালে।যত তাড়াতাড়ি সম্ভব তাকে ১টি নতুন কিডনি প্রতিস্থাপন করতে হবে মত চিকিৎসকদের । কিন্তু দিনমজুর বাবার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। বন্ধুরা এগিয়ে এসেছে সাহায্যের জন্য। কৃষ্ণনগরের বিভিন্ন স্কুল, কলেজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রায় ১লক্ষ টাকা যোগাড় করে পার্থর পরিবারের হাতে তুলে দেয় তার চিকিৎসার জন্য। বন্ধুদের মধ্যে অন্যতম মিরাজুল সেখ ও সুদীপ্ত সরকার বললেন "এখানেই আমরা থেমে থাকবো না। আমরা আশা রাখছি কিছুদিনের মধ্যে আরো কিছু আর্থিক সাহায্য করতে পারব পার্থর পরিবারকে।  খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরবে"।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code