শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও তার কাছে হার মানতে হয়েছে "পথ " বিশেষ বিদ্যালয়ের ভোকেশনাল ছাত্রী মাকি মুন্ডার কাছে l সে জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী। "পথ " বিশেষ বিদ্যালয়ের সাথে যুক্ত হবার পর নিজেকে ভোকেশনাল কাজের দিকে আগ্রহী দেখায় l তাই "পথ " বিশেষ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বিশ্বজিৎ দাস ভোকেশনাল এর কাজের দিকে তাকে স্কিল বাড়াতে সহযোগিতা করেন l
তার পক্ষে নিয়মিত বিদ্যালয় আসা অসম্ভব তাই বিদ্যালয়ের কাজ নিয়ে বাড়িতেই করেl তার পরিবার বলতে, বাবা নেই মা আছে। অভাব যেন তার জীবন এর নিত্যসঙ্গী- সেই সাথে প্রতিবন্ধকতা l তাই নিজের থেকে সেও বাঁচার লড়াই এ নিয়েছে হাতের কাজ l সবাই যখন পূজার মধ্যে ঘুরতে বেস্ত তখন সে বাঁচার লড়াই এ ব্যস্ত l
স্বপ্ন সোসাইটির পক্ষ থেকে এর আগে একটা ট্রাইসাইকেল দেওয়া হয় l এছাড়াও তার পাশে সর্বদা রয়েছে স্বপ্ন সোসাইটি এ কথা জানান সোসাইটির সম্পাদক l তবে সোসাইটির পক্ষ থেকে জানানো হয় যেহেতু তাদের কাছে সে রকম কিছু উপকরণ না থাকায় কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে l তাই তার জন্য চাই আর ও কিছু প্রয়োজন অনুসারে মেটেরিয়াল l
আসুন মাকির কাছেই শুনে নেই তার লড়াইয়ের কথা-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊