রেশনকার্ড নিয়ে ইতিমধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজ্যে। কোথাও কোথাও ভরবেলা থেকেো লাইনে দাড়াতে দেখা গেছে। তৈরি হয়েছে নানান বিশৃঙ্খলা। যাদের এখনও পর্যন্ত কোন রেশনকার্ড নেই তাদের জন্য ঘরে বসেই রেশন কার্ড পাওয়ার ব্যবস্থা রয়েছে অনলাইনে। জেনে নিন বিস্তারিত- আবেদনকারীর কোনো রেশন কার্ড না থাকলে আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গে সদ্যবিবাহিত কোনো দম্পতি আবেদন করতে পারেন। আবেদনকারীর স্বল্পমেয়াদী কোনো রেশন কার্ড থাকলে বা সেই কার্ডের সময়সীমা পেরিয়ে গেলে, আবেদন করা যেতে পারে।
প্রথমেই লাগবে একটি আবেদন পত্র বা অ্যাপলিকেশন ফর্ম। পরিবারের যিনি প্রধান তাঁর পাসপোর্ট মাপের ছবি লাগবে। আবেদনকারীর পরিচয়ের প্রমাণ পত্র। তার জন্য দেওয়া যেতে পারে ভোটার কার্ড, আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স। ঠিকানার প্রমাণপত্র। তার জন্য দেওয়া যেতে পারে ইলেকট্রিসিটি বিল বা জল করের বিল ইত্যাদি।
অনলাইনে ডিজিট্যাল রেশন কার্ডের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে প্রথমেই পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের নিজস্ব ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হল – https://www.wbpds.gov.in/
এর পর হোমপেজের ফিচার্স মেনুতে গিয়ে ‘ফর্মস’ অপশনের অধীনে থাকা ‘ভিউ ফর্মস’-এ ক্লিক করতে হবে। এর পর ‘অ্যাপলিকেশন ফর রেশন কার্ড’ লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে পিডিএফ ফর্ম দেখা যাবে। তা ডাউনলোড করে নিতে হবে। পিডিএফ ফর্ম ডাউনলোড করতে হলে ক্লিক করতে পারেন এই লিঙ্কে- https://www.wbpds.gov.in/rptForUsers/rptFormDetails_usr.aspx
ফর্মের মধ্যে চাওয়া সমস্ত তথ্য পূরণ করতে হবে। এর পর ফর্মটি বাকি সমস্ত জরুরি নথির সঙ্গে রেশন কার্ড অফিসে জমা দিতে হবে। সেখান থেকে আবেদনের নম্বর বা ‘অ্যাপলিকেশন নম্বর’ সংগ্রহ করতে হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊