pic:theconversation


মোবাইল ফোনের প্রতি বেশি আসক্তির কারণে পড়ুয়ারা পড়াশোনায় মনোযোগী হতে পারছেন না ছাত্রসমাজ । পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াতেই যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে নিষিদ্ধ হলো মোবাইল ফোনের ব্যবহার।
পড়াশোনার সময়েও পড়ুয়ারা বেশিরভাগ সময়ই মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়া গুলিতে। ফলে পড়াশোনার প্রতি মনোযোগ হারিয়ে ফেলছেন তারা। তাই উন্নত শিক্ষা সমাজ গড়ে তোলার লক্ষ্যে রাজ্যের উচ্চশিক্ষা ডিরেক্টরেটের নির্দেশে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে মোবাইল ব্যবহারে নিষিদ্ধ করা হলো । শুধু পড়ুয়ারাই নন ,মোবাইল ব্যবহার করতে পারবেন না শিক্ষক-শিক্ষিকারাও।

যোগী আদিত্যনাথ স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে, এবার থেকে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। এই নিয়ম পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক ও শিক্ষিকাদের উপরেও বহাল হলো। আরও উন্নত শিক্ষা সমাজ গড়ে তোলাই লক্ষ্য রাজ্য সরকারের। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাগেছে।