Latest News

6/recent/ticker-posts

Ad Code

আসছে '১৮ই আগস্ট-এক অব্যক্ত কাহিনী'-দেশভাগের যন্ত্রণা-সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে


১৫ অগাস্ট ভারত স্বাধীন হয়েছিল। স্বাধীনতার আনন্দে যখন দেশ মাতোয়ারা, তখন অজানা আশঙ্কা আর আতঙ্ক নেমে এসেছিল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটবাসীর কাছে। কারণ ১৪ অগাস্ট রাতে পাকিস্তানি সেনাবাহিনী  বালুরঘাট হাইস্কুলে ঢুকে  পড়ে । ১৫ অগাস্ট সকালে মহকুমাশাসক পানাউল্লা পাকিস্তানের পতাকা তোলেন বালুরঘাটে। শহরের নাট্যমন্দির থেকে জেলা সদর আদালত পর্যন্ত রাস্তার দু’পাশে সারিবদ্ধভাবে সুসজ্জিত ছিল পাকিস্তানি পতাকায়। এই ঘটনায় উত্তেজনা দেখা যায় বালুরঘাটের সাধারণ মানুষ ও পাকিস্তানি ফৌজের মধ্যে। স্বাধীনতা সংগ্রামীরা  প্রতিরোধ গড়ে তোলেন বালুরঘাটে।

বালুরঘাটের স্বাধীনতা লাভের সেই অজানা, অব্যক্ত ইতিহাস নিয়ে 'মাল্টিভার্স মিডিয়া প্রোডাকশন' ও 'শিক্ষা ইন্সটিটিউট'-এর যৌথ প্রযোজনায় মুক্তি পেতে চলেছে "আঠারোই আগস্ট... একটি অব্যক্ত কাহিনি" নামের এক পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র । কাহিনি চিত্রনাট্য ও পরিচালনা শুভাশিস চক্রবর্তী, সিনেমাটোগ্রাফি ও সম্পাদনা দেবাশিস চক্রবর্তী ।‌



বিস্তারিত শুনেনিন অভিনেত্রী পিউ সরকার এবং পরিচালক শুভাশিস চক্রবর্তীর একান্ত সাক্ষাৎকারে-






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code