প্রতিকূলতার মুখোমুখি হয়েও কীভাবে লড়ে যেতে হয় বীরের মতো তা শিখিয়েছে এই বাঘের মাসি! পোষা বিড়ালদের দিকে জল স্প্রে করা তাদের শৃঙ্খলাবদ্ধ করার প্রশিক্ষণের একটি সুপরিচিত পদ্ধতি। তবে এই পদ্ধতি যে সব সময় কাজ করে না তা প্রমাণ করে দেখাল এই পোষ্য। মালিক যখন পিচকিরি করে জল ছুঁড়ছেন বিড়ালের দিকে তখন বীর দর্পে মুখোমুখি হয়ে রয়েছে এই পোষ্য।

অনলাইনে ভাইরাল হওয়া এই মজার ভিডিওতে দেখা যাচ্ছে যে, ওই পোষ্যের মালিক বিড়ালটির দিকে পিচকিরি দিয়ে জল ছুঁড়ছেন। সাধারণত সকলেই জানি যে, বিড়াল এসব মোটে পছন্দ করে না। বিরক্তিকর জিনিস থেকে সরেই যায় বিড়াল। তবে দূরে সরে যাওয়ার পরিবর্তে, এই দুরন্ত বিড়ালটি হাঁ করে সব পিচকিরির জল গিলে নিতে থাকে! 

ভিডিওটি শেয়ার করার সময় মেওগি টুইটার অ্যাকাউন্টে লিখেছিলেন “এই শাস্তি কার্যকরী হচ্ছে না...” নীচে দেখুন সেই পেটে খিল ধরানো ভিডিও ক্লিপটি: