বড় দলদলি, ৩০সে সেপ্টেম্বর :
কামাখ্যাগুড়ি ভলান্টারি অর্গানাইজেশনের বারোবিশা ইউনিটের পক্ষ থেকে আজ কুমারগ্রাম ব্লকের বড় দলদলি পোস্ট অফিসের অন্তর্গত বেঙ্গডোবা ফরেষ্ট ভিলেজ প্রাইমারি স্কুলের 24 জন দুস্থ ছাত্রছাত্রীদের শারদীয়া উপলক্ষে নতুন বস্ত্র দান করা হয়। এবং অর্গানাইজেশনের সদস্যরা স্কুলের পার্শ্ববর্তী এলাকাতে  ঘুরে ঘুরে দুঃস্থ কচিকাঁচাদের খুঁজে বের করে নতুন পোশাক প্রদান করে। অর্গানাইজেশনের তরফে তাপস সাহা জানান, এদিন এলাকাতে দুই ধাপে মোট 53 জন দুঃস্থ কচিকাঁচাদের নতুন বস্ত্র প্রদানের মধ্য দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে তোলে কামাখ্যাগুড়ি ভলান্টারি অর্গানাইজেশন। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক অরুন কান্তি দাস, রতন আচার্জী, নন্দু পাল সহ অন্যান্যরা।