সংবাদ একলব্য, ১লা অক্টোবর ২০১৯ঃ এবার পুজোয় 'ফোকস স্টুডিও বাংলা' থেকে মুক্তি পাচ্ছে ভিন্ন স্বাদের মিউজিক ভিডিও 'দুর্গতিনাশিনী ইনস্ট্রুমেন্টাল'। কেবল ভাষ্য ও ইনস্ট্রুমেন্ট এর মেলবন্ধনএই মিউজিক ভিডিওটি তৈরী করেছেন 'আর. এইচ. ফ্লুটিস্ট অ্যান্ড টিম'। এটিই তাঁদের প্রথম মিউজিক ভিডিও। ইতিমধ্যে ভিডিওটির টিজার মুক্তি পেয়েছে। পূর্ণাঙ্গ ভিডিওটি মুক্তি পাবে আগামী ৪ঠা অক্টোবর। টিজারে যেটুকু দেখা যাচ্ছে তাতে অনুমান করা যাচ্ছে উত্তরবঙ্গের চাবাগানের মহিলা শ্রমিকদের জীবন সংগ্রামকে তুলে ধরা হবে মিউজিক ভিডিওটিতে। বেশ কিছুদিন ধরে গজলডোবা, ডেঙ্গুয়া ঝাড় চা বাগান, ময়নাগুড়িসহ উত্তরবঙ্গের বেশ কিছু স্থানে এই ভিডিওর সুটিং হয়। উত্তরবঙ্গের মাটির এই সুর দর্শক শ্রোতাদের মন জয় করবে বলেই আশা রাখছেন 'আর. এইচ. ফ্লুটিস্ট অ্যান্ড টিম'। এই ভিডিওর সাথে যুক্ত রয়েছেন উত্তরবঙ্গের এক ঝাঁক নবীন শিল্পী।
স্টোরি ও ডিরেকশনে - আলোলিকা নন্দী; বাঁশিতে - রাহুল অধিকারী, শান্তু রায়, সুশান্ত দাস, বিশাল ব্যানার্জি, বিক্রম শীল, সুমন বিশ্বাস ; মিউজিকে - রাজ ঘোষ;ভাষ্য রচনায় -গীতাঞ্জলি বোস পাল ; ভাষ্য পাঠে-শ্রদ্ধাঞ্জলি বোস; চিত্রগ্রহনে - জিকো, মৈনাক ও সুমন। এবার পুজোয় আপনিও মেতে উঠতেই পারেন 'দুর্গতিনাশিনী ইনস্ট্রুমেন্টাল' এর সুরে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊