সৌরভ চক্রবর্তীঃ
পরিবেশ পুরস্কার প্রত্যাখ্যান করলো গ্রেটা থুনবার্গ। সুইডেন আর নরওয়ে দুটি দেশের আন্তঃ সংসদ সহযোগিতার কাঠামো - স্টকহোম উৎসবে - তাদের বার্ষিক পরিবেশ পুরস্কারে( $৫৪,০০০) - পুরস্কৃত করার জন্য গ্রেটাকে মনোনীত করেছিল কিন্তু সভায় দাঁড়িয়ে উঠে গ্রেটার প্রতিনিধি বলেন " গ্রেটা এই পুরস্কার প্রত্যাখ্যান করছে। "
গ্রেটা বলেছে " শুধু কথা হচ্ছে, ভালো ভালো কথা, কাজের কাজ কিছুই হচ্ছে না, জনপ্রতি কার্বন নির্গমন কমিয়ে আনার ব্যাপারে কিছুই করা হচ্ছে না। "
গ্রেটা আরও জানায় " রাস্ট্র প্রধানেরা পুরস্কার নয়, বিজ্ঞানের কথা শুনুন,ভূমিকা নিন বাতাসে কার্বন নির্গমন কমিয়ে আনার ব্যাপারে। "
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊