উত্তরের গুণী সুজন অমিত দে 
শুভাশিস দাশ 


কবিতাকে ভালবেসে যাঁর বেড়ে ওঠা তিনি কবি অমিত দে । উত্তরের সাহিত্য অঙ্গনে এই মুহুর্তে এক আলোচিত নাম । পেশায় শিক্ষক কিন্তু নেশা কবিতা লেখা । নিছক শব্দের নাড়াচাড়া নয় । একজন সিরিয়াস কবিতার কারিগর । উত্তরবঙ্গ ছাড়িয়ে বাংলার সাহিত্য জগতে এগিয়ে যাচ্ছেন অমিত দে । তিনি ছোট বড় মাঝারি এবং দৈনিক পত্রিকার সাহিত্য পাতায় লিখছেন নিয়মিত । কবিতার বইও প্রকাশ হয়েছে । কবিতা লেখার ফাঁকে বাগান চর্চা তাঁর আর এক নেশা । কবিতা ফুল নিয়ে দিব্যি মগ্ন আছেন কবি অমিত দে । 
তাঁর কবিতা ছড়িয়ে পড়ুক দিগ দিগন্তে । তাঁর কলম চলুক ঝড়ের গতিতে এই কামনা রইলো আমাদেরও ।