মহাত্মা গান্ধীর দেড়শতম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী গতকাল থেকে রাজ্যের ৪২টি কেন্দ্রে ‘গান্ধী সংকল্প যাত্রার’ সূচনা করেছে রাজ্য বিজেপি। জানা যাচ্ছে, ১৫ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন ব্যাপী এই যাত্রা চলবে। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের কথায়, এই যাত্রার মাধ্যমেই রাজ্যের মানুষের কাছে ‘জাতির জনক’-এর আদর্শ পৌঁছে দিতে চায় ভারতীয় জনতা পার্টি।

দিলীপ ঘোষ বলেন, “এই বছর আমরা মহাত্মা গান্ধীর দেড়শতম জন্মবার্ষিকী পালন করছি। সেই উপল্লক্ষে আমরা রাজ্য জুড়ে ১৫০ কিলোমিটার যাত্রা করব। প্রতিদিন আমাদের নেতা-কর্মীরা ১৫ কিলোমিটার পথ হাঁটবেন। এই গান্ধী সংকল্প যাত্রা ১৫ অক্টোবর থেকে শুরু হয়ে ১০ দিন অব্যাহত থাকবে। এই যাত্রার মাধ্যমে আমরা বাংলার সমস্ত লোকসভা কেন্দ্রগুলিতে যাব। গান্ধী সংকল্প যাত্রার উদ্দেশ্য হল রাজ্যের মানুষকে গান্ধীজির আদর্শ সম্পর্কে সচেতন করে তোলা।”

আজ কোচবিহারে গান্ধী সংকল্প যাত্রার সূচনা করেন সাংসদ নিশীথ প্রামানিক। কোচবিহার চকচকা শিল্প কেন্দ্র থেকে শুরু করে এই এই যাত্রা কোচবিহার ২ নম্বর ব্লকের থানেশ্বর বানেশ্বর হয়ে পুন্ডিবাড়ী তে সভার মাধ্যমে শেষ হয়। আজকের সংকল্প যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি মালতি রাভা সহ অন্যান্য নেতৃত্ব।

জানাগেছে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত  কোচবিহার জেলার প্রতিটি মহাকুমা, ব্লক ও বুথে বুথে এই যাত্রা করবে বিজেপি নেতৃত্ব ও কর্মীরা।