নয়াদিল্লি: প্যান কার্ড হারিয়ে গেছে? ব্যাংকে টাকা লেনদেনে সমস্যায় পড়েছেন? নিশ্চিন্তে থাকুন৷ কারণ এবার এই সমস্ত সমস্যার সমাধান হবে এক নিমেষেই৷প্যান কার্ড যদি চুরি যায়, কিংবা যদি প্যান নম্বর ভুলে যান৷ তাহলে খুব সহজেই হবে সমস্যার সমাধান৷ আয়কর দফতরই আপনাকে সমস্যা সমাধানের উপায় বাতলে দেবে৷ কিভাবে জানেন? আয়কর দফতরের সাইটেই রয়েছে ‘Know Your PAN’ নামের একটি অপশন৷ সেই অপশনে গেলেই আপনি সহজেই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন৷www.incometaxindia.gov.in এই ওয়েবসাইটে গিয়েই আপনি পেয়ে পাবেন ‘Know Your PAN’ অপশন৷ সেখানে বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে৷ যেমন আপনার নাম, আপনার বাবার নাম, জন্মদিনের বেশ কিছু ডিটেলস দেওয়া হবে৷ তাহলেই আপনি আপনার হারিয়ে যাওয়া প্যান কার্ডের নম্বর জানতে পারবেন৷পাশাপাশি ওই ওয়েবসাইটেই আপনি নতুন প্যানকার্ডের জন্য আবেদন জানাতে পারেন৷ ওয়েবসাইটেই রয়েছে নির্দিষ্ট অপশন৷ “Request For New PAN Card Or/ And Changes Or Correction in PAN Data” অপশনে নির্ধারিত বেশ কিছু প্রয়োজনীয় তথ্যাদি পূরণ করলেই আপনি নতুন প্যান কার্ড পেতে পারেন৷
অথবা সরাসরি নতুন প্যান কার্ডের জন্য ক্লিক করুন এই লিঙ্কে-
https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html

https://www.pan.utiitsl.com/PAN/