![]() |
ছবি: টুইটার থেকে সংগৃহীতগত |
সেপ্টেম্বরে রাজধানী নয়াদিল্লিতে কার্যকর হয়েছে সংশোধিত মোটরযান আইনের ৬৩টি বিধি। সংশোধিত এই আইনে হেলমেট না পরার জরিমানা এক লাফে দশ গুণ বাড়িয়ে ১০০ টাকা থেকে ১ হাজার টাকা করা হয়েছে। বর্ধিত এই জরিমানার ভয়ে , মানুষ তো বটেই, দিল্লির রাস্তায় এখন হেলমেট পরানো হচ্ছে কুকুরকেও!
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হেলমেট পরা বাইক আরোহী সেই কুকুরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়েছে। ছবিটি অবশ্য নতুন নয়, আইন সংশোধনের পরপরই গত সেপ্টেম্বরে ছবিটি তোলা হয়। ছবিটিতে দেখা গেছে, এক মোটরসাইকেলচালকের পেছনে আরোহী হিসেবে বসে আছে একটি কুকুর। চালকের মাথায় তো বটেই, কুকুরটির মাথায়ও আছে একটি হেলমেট।
ছবিটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর থেকেই দারুণ সাড়া ফেলেছে। বেশির ভাগই ছবিটির প্রশংসা করে টুইটারে টুইট করেছেন। প্রেরণা সিং বিন্দ্রা নামের এক ব্যবহারকারী লিখেছেন, ‘কুকুরটি কী দারুণ! নিশ্চয়ই এটি হেলমেট ব্যবহারে সচেতন করতে দিল্লি ট্রাফিক পুলিশের প্রচারণা।’ কুনাল নামের আরেক ব্যক্তি টুইট করেছেন, ‘সেই যাত্রী এবং পরিবারের জন্য ভালোবাসা, যাঁরা নিরাপত্তার স্বার্থে আইন মেনে চলছেন।’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊