সংবাদ একলব্য, লাঙ্গুলীয়া, ২৩ অক্টোবর:
গত শুক্রবার থেকে আজাদ হিন্দ স্বেচ্ছাসেবক পরিষদের পক্ষ থেকে ১ম খন্ড লাঙ্গুলীয়া ৫ম পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল ক্যারাটে প্রশিক্ষণ শিবির। দিনহাটা মহকুমার অন্তর্গত প্রায় ৭৫ জন ছেলে মেয়ে এ শিবিরে প্রশিক্ষণ দেওয়া হয়। 

ক্যারাটের পাশাপাশি মেয়েদের সেল্ফ ডিফেন্সেরও এখানে  দেওয়া হয়। একতা, বিশ্বাস, বলিদান এই আদর্শে বিশ্বাসী আজাদ হিন্দ পরিষদ মূলত নেতাজি আদর্শে দেশ গড়ে উঠুক এই বার্তা মানুষের মধ্যে প্রচার করতে চায়। এছাড়াও শারীরিক ও মানষিকভাবে সুস্হ সবল নাগরিক ,দেশের একমাত্র ভবিষ্যৎ তা তারা মনে করেন। এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে-------