Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তরের গুণী সুজন দেবব্রত চাকী




উত্তরের গুণী সুজন দেবব্রত চাকী 
শুভাশিস দাশ 


উত্তরের একটি ব্যতিক্রমী পত্রিকা উত্তরপ্রসঙ্গ যাঁর হাতে প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে তিনি কোচবিহারের কৃতী সন্তান দেবব্রত চাকী । সাহিত্যের সাথে সেই ছোট থেকেই যোগযোগ । 
প্রাবন্ধিক দেবব্রত চাকীর উত্তর প্রসঙ্গ পত্রিকা আজ সাহিত্য মহলে সমাদৃত । কোচবিহার টু কলকাতা তাঁকে চেনেন সাহিত্য মহলের মানুষজন । 
তিনি নিয়মিত লিখে চলেছেন ছোট বড় এবং দৈনিক পত্রিকায় । তথ্য মূলক রচনা থেকে গবেষণা ধর্মী লেখায় এই মুহুর্তে এক উজ্জ্বল নাম দেবব্রত চাকী । 
উত্তরের নানা ইতিহাস খ্যাত বিষয় তাঁর কলমে উঠে এসেছে সাবলীল ভাবে । 
তাঁর কলম এবং পত্রিকা চলুক বহুদিন এই শুভ কামনা রইলো আমাদের ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code