মোদি সরকারের ‘গিভ ইট আপ’ প্রকল্পে সাড়া দিয়েছিলেন দেশের কয়েক কোটি জনতা৷ এবার মোদি সরকারের সেই গিভ ইট আপ পদ্ধতি বাংলার রেশন ব্যবসায় কার্যকর করতে চলেছে রাজ্য সরকার৷ তবে, রেশনে ভর্তুকি না নিলে সেই গ্রাহকদের জন্য থাকছে বিশেষ সুখবর৷ ভর্তুকি না নিলে খাদ্য দপ্তরের দেওয়া বিশেষ রেশন কার্ড দেখিয়ে নামী সংস্থার শপিং মলে কেনাকাটায় যাতে কিছু কিছু ছাড় মেলে সেই বিষয়ে উদ্যোগ নিতে চলছে রাজ্য৷
খাদ্য দপ্তর সূত্রে খবর, রাজ্যের দেওয়া বিশেষ রেশন কার্ড দেখিয়ে ছাড় মেলার বিষয়ে একটি মল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা বেশ খানিকটা এগিয়েছে৷ ওই সংস্থা নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীতে ছাড় দেওয়ার বিষয়ে প্রাথমিক ইচ্ছা প্রকাশ করেছে৷ তবে কত শতাংশ ছাড় মিলবে, সেই বিষয়টি নিয়ে দর কষাকষি চলছে৷ খাদ্য দপ্তর ১০ শতাংশ ছাড়ের প্রস্তবা দিয়েছে৷ সংস্থা বলছে ৬ শতাংশ দিতে পারবে৷ ছাড়ের বিষয়টি চূড়ান্ত হলে সমঝোতাপত্র সই হবে বলে খাদ্য দপ্তর সূত্রে খবর৷
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊