Latest News

6/recent/ticker-posts

Ad Code

জাকজমক নয়-আন্তরিকতা আর ভক্তিতে পূর্ণ এক পূজা, যা অনেকের আড়ালেই থেকে যায়



শুভাশিস দাশ : চারদিকে বড় বড় পুজোর ভিড়ে এই পুজো চোখেই পড়বে না অথচ এইসব ক্ষুদেরা মায়ের আরাধনা করতে ব্রতী হয়েছে । দিনহাটার এগারো নম্বর ওয়ার্ডের এক সাধারণ মধ্যবিত্ত এলাকায় গুটি কতক ক্ষুদে সেই পাঁচ বছর আগে শুরু করেছিল এই পুজো । ওদের ক্লাবের নাম রাজা রাম মোহন ইউনিট । বয়স ওদের টিন এজের ! প্রতি বছর এর ওঁর কাছে চাঁদা তুলে এই পুজোর আয়োজন । আয়োজন বড় নয় কিনতু এই পুজোর নিয়ম নিষ্ঠা এবং ওদের আন্তরিকতায় মুগ্ধ দর্শনার্থীরা । বড় পুজো দেখতে দেখতে একটু সেখানে যাওয়া যেতেই পারে ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code