সংবাদ একলব্যঃ উচ্চমাধ্যমিক পাশ করলেই মিলতে পারে সরকারি চাকরি। কারণ, ৫৫৪টি শূন্যপদে হেড কনস্টেবল বিভাগে কর্মী নিয়োগ করবে দিল্লি পুলিশ।http://www.delhipolice.nic.in/recruitment.html এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীকে আগামী ১৩ নভেম্বরের আবেদন করতে হবে। শারীরিক মাপজোক এবং অন্যান্য পরীক্ষায় পাশ হলে তবেই আবেদনকারীকে নিয়োগ করা হবে। হেড কনস্টেবল (মিনিস্টেরিয়াল) (গ্রুপ সি)
শূন্যপদ: ৫৫৪টি (পুরুষ: ৩৭২জন এবং মহিলা: ১৮২জন)আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
১. উচ্চমাধ্যমিক পাশ হলেই এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপিংয়ের গতি থাকা বাঞ্ছনীয়।
আবেদনকারীর বয়স:
১ জুলাই, ২০১৯ তারিখের নিরিখে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। তবে নির্দিষ্ট নিয়মানুযায়ী তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্তরা ৩ বছরের ছাড় পাবেন।
আবেদনকারীর শারীরিক মাপজোক:
পুরুষ প্রার্থী: উচ্চতা: ১৬৫ সেন্টিমিটার (তফসিলি উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে ১৬০ সেন্টিমিটার)
ছাতি (ফুলিয়ে): ৮২ সেন্টিমিটার
ছাতি (না ফুলিয়ে): ৭৮ সেন্টিমিটার
মহিলা প্রার্থী: উচ্চতা: ১৫৭ সেন্টিমিটার (তফসিলি উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে ১৫২ সেন্টিমিটার)
আবেদনের পদ্ধতি:
http://www.delhipolice.nic.in/recruitment.html এই ওয়েবসাইটের মাধ্যমেই আবেদন করা যেতে পারে। আবেদনের শেষ দিন আগামী ১৩ নভেম্বর। আবেদনের ফি হিসাবে ১০০ টাকা ব্যাংকে জমা দিতে পারেন। এরপর একটি চালান পাওয়া যাবে। মনে রাখবেন ওই কাগজটি আপনার আবেদনের একমাত্র প্রমাণ।
বেতন:
পরীক্ষানিরীক্ষার পর নিযুক্ত প্রার্থীকে প্রতি মাসে ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার ১০০ টাকা বেতন হিসাবে দেওয়া হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊