আজ সকালে দিনহাটায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির।  ঘটনা ঘটে দিনহাটা কলেজ হল্ট এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম উৎপল দত্ত(৪৮)। তার বাড়ি দিনহাটা শহরের এক্সচেঞ্জ মোড়ের মদন মোহন পাড়া এলাকায়।

জানা গেছে, এদিন সকাল সাড়ে দশটা নাগাদ ওই ব্যক্তি কলেজ হল্ট এলাকায় রেললাইন পার হচ্ছিল। সেই সময় দিনহাটা শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেনটি চলে আসে এবং  ধাক্কা মারে। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এটি দুর্ঘটনা না আত্মহত্যা তা নিয়ে প্রশ্ন উঠেছে। 
ঘটনার খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় এলাকায় প্রচন্ড চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।