আনারুল ইসলাম প্রামাণিক, মেখলিগঞ্জঃ
মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি বাংলাদেশ মোড়ে হোসেন মিয়ার বাড়ি থেকে আজ  উদ্ধার হয় এক বিরল প্রজাতির বিড়াল। সেই বিড়াল দেখে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় সকাল ৮ টা  থেকে সেই স্থানে প্রচুর লোকের ভীড় জমতে শুরু করে।  বিড়ালটি বাড়ির ঘরের ছাদে টিনের ফাদে আটকে যায় । সেখান থেকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে। বারং বার ফোন করা হলেও মেখলিগঞ্জ ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সময়মতন কেউ আসেননি বলে অভিযোগ। 
তবে মেখলিগঞ্জ থানার পুলিশ রাজু সোনার তার পুলিশ বাহিনী কে পাঠান। পুলিশের হাতে তুলে দেওয়ার আগেই বনবিড়ালটি মারা যায়। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ে। 

স্থানীয় হাবুল মোহাম্মদ, বরুয়া রায়, আয়নুল হক প্রমুখ জানান সময় মত ফরেস্ট ডিপার্টমেন্ট এর লোক এলে প্রাণীটি বেঁচে যেত।  
ঘটনাস্থলে উপস্থিত মেখলিগঞ্জ থানার এ এস আই দয়াল বর্মন দুই ঘন্টা সময় ব্যায় করে যখন দেখলো প্রানীটি বেঁচে নেই তখন তিনিও দুঃখ প্রকাশ করেন।  তিনি জানান  "আমার বলার কিছু নাই যা  বলার আর যা কিছু করার দায়িত্ব ফরেস্ট ডিপার্টমেন্টের। পরে  মৃতু বন বিড়ালটি কে ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দেন।