সংবাদ একলব্য, কলকাতা: ভালোবাসার গানের নতুন সুর শোনা গেল শিল্পী বৃষ্টিলেখা নন্দিনীর কন্ঠে। পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক সুভম দত্ত। ভালোবাসা, বিরহ ও প্রেমের এক নতুন সৃষ্টি এই গান। মুক্তিতে সঙ্গীতপ্রেমীদের মন জয় করে নিয়েছে এই গান। এর আগেও শিল্পী বৃষ্টিলেখা নন্দিনী তাঁর সুরের জাদুতে মানুষের মন কেড়ে নিয়েছেন। কিন্তু এবারে পুরোপুরি একটি ভিন্ন ধরনের গান উপহার দিলেন তাঁর শ্রোতাদের।গত ২৮ শে সেপ্টেম্বর মুক্তি পেয়েছে নতুন এই রবীন্দ্র সঙ্গীত 'তোমায় নতুন করে'। প্রেম ও বিরহের মেলবন্ধনে গড়ে উঠেছে গানের কথা। বৃষ্টিলেখা নন্দিনীর মিষ্টি গলায় এই গানটির মুগ্ধতায় জুড়িয়ে যাবে প্রাণ। ইতিমধ্যেই এ গান সহস্র শ্রোতাদের মন জয় করে নিয়েছে। 
গানের ভিডিওতে সিনেমাটোগ্রাফি করেছেন সুশোভন চক্রবর্তী। মেকঅ্যাপের দায়িত্বে ছিলেন পিন্টু দাস। গানটির সম্পাদনা ও পরিচালনা করেছেন পরিচালক শুভম দত্ত। গানটির উপস্থাপক শুভাশিস দত্ত। গানটির প্রযোজনায় এসডিপি ভেনচার্স। যারা এই গানটি এখনো শোনেননি তারা নিচের লিংকে ক্লিক করে গানটি শুনুন অথবা এসডিপি ভেনচার্সের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে এক্ষুণি শুনে ফেলুন 'তোমায় নতুন করে'।