সংবাদ একলব্য, দিনহাটা, ২রা অক্টোবর ২০১৯: গতকাল শারদীয়ার দ্বিতীয়ায় দিনহাটায় মুক্তি পেলো "জলছবি " পরিবেশিত পূজোর গান 'বলিহারি কন্যে '। গানটি পূজোয় শ্রোতাদের মাঝে অনন্য স্বাদ আনবে। গানটি গেয়েছেন মিলন বর্মন, লিখেছেন প্রবীর সরকার এবং সুর করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। উদ্বোধনে উপস্থিত ছিলেন ,আবহমান পত্রিকার সম্পাদিকা লিপি সাহা, অভিনেতা পল্লব ভট্টাচাৰ্য, গায়ক মিলন বর্মন, সুরকার সৌরভ গঙ্গোপাধ্যায়,আরো অনেকে।
গীতিকার প্রবীর সরকার বলেছেন বহুদিন থেকেই নাচের গান নিয়ে ভাবছি, এবার পূজোয় সেটা লিখলাম। সৌরভ গঙ্গোপাধ্যায় এর সুর আর মিলন বর্মন এর কণ্ঠ আপনাদের ভালো লাগবে আশা করি ।

ভিডিও দেখুনঃ-