সংবাদ একলব‍্য, মালদা ২৬ই অক্টোবর: মালদহের হরিশচন্দ্রপুরের বেজাপুরার বাসিন্দা নুরুলের সঙ্গে প্রায় ছয় বছর আগে তহরুনা বিবির সঙ্গে বিয়ে হয়। তাদের তিন ছেলে মেয়েও রয়েছে। কর্মসূত্রে ভিন রাজ‍্যে কাজ করতে যান স্বামী নুরুল। এভাবেই চলতে থাকে তাদের জীবন। এর মধ‍্যে তহরুনাকে ডিভোর্স না দিয়েই নুরুল অপর একটি বিয়ে করে। প্রায় এক বছর আগে থেকে স্বামী নুরুল তার স্ত্রীকে কোনোরুপ ভরনপোষন করে না এমনকি সন্তানদেরও খোঁজ খেয়াল রাখে না। এমন পরিস্থিতিতে স্ত্রী তহরুনার দিন কাটে ভিক্ষাবৃত্তি করে। তহরুনা বিবি জানান, তার স্বামী নুরুল তাদের কোনো খরচ দেননা, এমনকি তার সাথে অনেক খারাপ ব‍্যবহার করে, মারধোর করে ও গালিগালাজ করে। ভিক্ষা করেই তার ও তার সন্তানের খাবার জোগাড় করে তহরুনা। তাই তার স্বামীর বিরুদ্ধে উপযুক্ত সাজা দেওয়ার আহ্বান জানিয়ে হরিশচন্দ্রপুর থানায় ধরনায় বসে তহরুনা। সঙ্গে ধরনায় সামিল তিন ছেলেমেয়েও।