NRC এর আতংকে এবার বিষপান করলেন কোচবিহার জেলার সিতাই ব্লকের সিতাই 2 নং গ্রাম পঞ্চায়েতের কেশরীবাড়ী গ্রামের দেবেন বর্মণ (54বছর)। আজ সকাল আনুমানিক 10 টা নাগাদ কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন । । এমনি অভিযোগ তার ছেলের। অসুস্থ অবস্থায় আজ দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি বিপদমুক্ত বলে হাসপাতাল সূত্রের খবর।
বিজেপির কোচবিহার জেলার ওবিসি মোর্চার জেলা সহ সভাপতি টোটন তালুকদার বলেন " NRC আতংকের বিষয় নয়। এটা দেশের উন্নতি সমৃদ্ধির এমনকি সুরক্ষার বিষয়। দেশের জনসংখ্যার পাশাপাশি দেশের আর্থিক সমন্বয়ের জন্য বর্তমান সময় NRC সময়উপযুক্ত পদক্ষেপ।"
হাসপাতালে দেবেন বর্মনকে দেখতে যান SUCI এর দিনহাটা লোকাল কমিটির সদস্য আজিজুল হক। তিনি বলেন- "সিতাই এর দেবেন বর্মণ আজ আত্মহত্যার চেষ্টা করেছেন NRCর আতঙ্কে ।
এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় । এরকমই আতঙ্কে ভুগছেন হাজার হাজার মানুষ । যারা মানসিক ভাবে দুর্বল তাঁদের অনেকেই এরকম আত্মহত্যার চেষ্টা করছেন । এখনও পর্যন্ত অনেকেই মারাও গেছেন । এমতাবস্থায় আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে দাবি - অবিলম্বে ঘোষণা করতে হবে ভারতের কোথায়ই NRC হবেনা ।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊