সংবাদ একলব্যঃঃ  ফাইবারের কাজ করতে গিয়ে গ্যাস পাইপ ফেটে গেছে দিনহাটায়।ঘটনাটি ঘটেছে দিনহাটা কলেজ বাইপাস মোড়ে।আজ সকালে ফাইবার লাইনের কাজ করতে গিয়ে হটাৎ  গ্যাস পাইপ ফেটে যায়। একজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি, আর তেমন হতাহতের খবর পাওয়া যায়নি। দ্রুত দিনহাটার ফায়ারব্রিগেড সেখানে পৌছে  পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিস্তারিত দেখুন ভিডিওতে