সংবাদ একলব্যঃ হরিদেবপুরে তুবড়ি ফাটাতে গিয়ে মৃত্যু হল বছর পাঁচেকের এক শিশুর। অন্যদিকে, তুবড়ির ফেটে যাওয়া খোল গলায় বিঁধে মৃত্যু হল কসবার এক যুবকের। দীপাবলির রোশনাই মুহূর্তেই ম্লান হয়ে গিয়েছে এই ঘটনায়। মৃত্যুর খবর পেয়ে রাতেই পুলিশ কমিশনার অনুজ শর্মার সঙ্গে যোগাযোগ করেন মুখ্যমন্ত্রী।রবিবার সন্ধেয় বাড়ির সামনেই বাজি পোড়াচ্ছিল হরিদেবপুরের বাসিন্দা আদি দাস। জানা গিয়েছে, তুবড়ি ফাটানোর শখ হয় খুদের। তুবড়িতে আগুনও দেয় সে। কিন্তু প্রথমবারে তুবড়িটি জ্বলেনি। কয়েকমুহূর্ত অপেক্ষা করে ফের আগুন দেওয়ার জন্য শিশুটি তুবড়ির কাছে যেতেই আচমকা ফেটে যায় সেটি। তুবড়ির খোলের একাংশ ছিটকে লাগে আদির গলায়। রক্তাক্ত অবস্থায় তাকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সূত্রের খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গেসঙ্গেই আদি গলা থেকে তুবড়ির ভাঙা অংশ বের করে দেওয়া হয়েছিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। একমাত্র সন্তানকে হারিয়ে কার্যত বাকরুদ্ধ আদির বাবা-মা। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহও করেছেন।শব্দদানবের তাণ্ডব রুখতে দীপাবলির আগে থেকেই রাজ্যজুড়ে ব্যাপক নজরদারি চালিয়েছিল পুলিশ। কিন্তু রবিবার রাত বাড়তেই দেখা গেল বাজির তাণ্ডব। শুধু শব্দবাজি নয়, মাইক ও ডিজে বক্স নিয়েও একাধিক অভিযোগ জমা পড়েছে। পর্ষদের তরফে জানানো হয়েছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্নপ্রান্ত থেকে একাধিক জমা পড়েছে। সূত্রের খবর, রবিবার রাতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে ৭৫২ জনকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊