Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিদ্যালয়ের ছুটির তালিকা নিয়ে গুরুতর অভিযোগ





সংবাদ একলব্যঃ 
পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক বিদ্যালয়ের সরকারি ছুটির তালিকা নিয়ে গুরুতর অভিযোগ উঠলো। জানা যায় প্রতিটি বিদ্যালয়ে সারা বছর ধরে বিভিন্ন মনীষীদের জন্মজয়ন্তী বা আত্মোৎসর্গ দিবস পালন করতে হয়। অথচ প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে যে তালিকা প্রদান করা হয়েছে সেখানে কোন  মহিয়সী নারীর নাম নেই। কোন নারীর জন্মজয়ন্তী বা আত্মোৎসর্গ দিবসে ছুটি বা বিদ্যালয়ে পালন করার কোন উল্লেখ নেই এই ছুটির তালিকায়। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর আলোচনা। 

জলপাইগুড়ির এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্রী দিব্যাশিস বোস প্রশ্ন তুলেছেন- "বর্তমানে যেখানে নারীর সমানাধিকারের কথা বলা হয়, আধুনিক ইতিহাস চর্চাতেও যেখানে নারীর ইতিহাসকে বিশেষ স্থান দেওয়া হচ্ছে যাতে দেশে ও সমাজে তাঁদের অবদানকে ছোট করে না দেখা হয়, যাতে তাদের অবদানের কথা কেউ বিস্মৃত না হন; সেখানে তাঁদের জন্ম জয়ন্তী বা আত্মোৎসর্গ দিবস পালনের বিষয়টি কীভাবে উপেক্ষিত থাকতে পারে? প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাস, কল্পনা দত্ত বা গান্ধীবুড়ি নামে পরিচিত সেই ৭৩ বছরেরা মহিলা যিনি ভারত ছাড়ো আন্দোলনে পুলিশের গুলি খেয়ে মৃত্যুবরণ করার সময়ও হাতের পতাকাটা ছাড়েন নি বলে পড়েছিলাম প্রাথমিক স্কুলেরই তৃতীয় শ্রেণির পুরোনো সিলেবাসের বাংলা বইতে __সেই ছোট বয়সেও গায়ে কাঁটা দিয়ে উঠেছিল - - এঁরা ( আরও অনেকেই আছেন) কেউই কী সেই তালিকাতে থাকতে পারতেন না?"
খোঁজ নিয়ে জানা গেছে, শুধু প্রাথমিক নয় মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্তরের বিদ্যালয়ের ছুটির তালিকায় বা পালনীয় দিনের তালিকায় কোন মহীয়সী নারীর নাম উল্লেখ নেই। ২০১৯ এর সরকারী ছুটির নমুনা  তালিকাটি দেখে নিন আপনিও-











একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code