Latest News

6/recent/ticker-posts

Ad Code

জীবনের অন্য ধারার গল্প শোনাবে বাংলা ছবি "বাঁশি"। পরিচালনা করেছেন তুহিন সিনহা ও রাহুল!





সংবাদ একলব্য, কলকাতা,২৪ সেপ্টেম্বর ২০১৯: এবার ভালোবাসা আর রহস্যের নতুন মোড়কে আসতে চলেছে পরিচালক তুহিন সিনহা ও রাহুল এর পরিচালনায় নতুন বাংলা ছবি "বাঁশি"। জে জে প্রোডাকশন এর প্রযোজনায় মুক্তি পাবে ছবিটি। রহস্যের ছন্দে এক নতুন মাত্রায় এই বাংলা ছবি উপহার পাবে বাংলা  সিনেমাপ্রেমীরা। এর আগে বাংলা ছবি " নুপুর" এর দ্বারা মানুষের মন জয় করে নিয়েছিল জে জে প্রোডাকশন। প্রযোজক ছিলেন জীতেন্দ্র কুমার নাহার। ছবিতে একদল কলেজ পড়ুয়াদের নিয়ে শুরু হয় গল্পের প্রথম পথ। এক অভিযান কে সঙ্গী করে এই কলেজ পড়ুয়াদের শুরু হয় যাত্রা। সময়ের সাথে সাথে চলতে থাকে গল্পের গতি। কিন্তু ছবির মাঝামাঝিতে গল্প মোড় নেয় অন্য মাত্রায়। জীবন আর ভাগ্যের দুই মিলনে এক অনন্য সৃষ্টি এই গল্প। এই কলেজ পড়ুয়ারা কি পারবে নিজেদের লক্ষ্যে পৌঁছোতে। নাকি জীবনের গতিপথে হারিয়ে যাবে অন্য পথে? ভাগ্যের চাকা নিয়ে যাবে তাদের কোন ঠিকানায়? উত্তর মিলবে এই ছবিতে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা অভিষেখ চ্যাটার্জি এছাড়াও রয়েছেন অভিনেতা তাপস পাল৷ ছবির এক অন্যতম চরিত্রে রয়েছেন মৌটুসী বিশ্বাস। এছাড়া ছবিতে দেখা যাবে একদল নতুন প্রতিভাবান অভিনেতা অভিনেত্রীদের। ছবির শ্যুটিং হবে কলকাতা শহর ও কলকাতা শহরের বাইরে কিছু মনোরম পরিবেশে। ছবি "বাঁশি" তে রয়েছে কয়েকটি গান। যার মধ্যে রয়েছে একটি রোমান্টিক গান। এর আগেও ভালোবাসা, রহস্যের বাংলা ছবি মানুষ দেখেছেন। কিন্তু এবারে এক অন্যধারার ছবি উপহার দিতে চলেছে জে জে প্রোডাকশন। মানুষের মনে এক অনন্য জায়গা করতে পুজোর পরে মুক্তি পাবে এই ছবি। বলাইবাহুল্য বাংলা সিনেমাপ্রেমীদের জন্য আসতে চলছে একটি অন্যতম বাংলা ছবি।






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code