'আব তেরা ক্যায়া হোগা কালিয়া” এক মুহূর্তে  সকলের মনে পড়ে যায় শোলে সিনেমায় আমজাদ (গব্বর) খানের বিখ্যাত অভিনয় ও অভিব্যক্তি। যার উদ্দেশ্যে এই সংলাপ ছিল, সেই ডাকাত কালিয়া প্রয়াত হলেন। শোলে  ও আন্দাজ আপনা আপনার  মতো চলচ্চিত্রের দুরন্ত অভিনেতা বিজু খোটে সোমবার সকালে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, তাঁর বয়স হয়েছিল ৭৭। অভিনেতার ভাগ্নি ভাবনা বালসাভার বলেন: “নিজের ঘরে ঘুমের মধ্যেই সোমবার সকাল ৬.৫৫ নাগাদ তিনি মারা যান। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তাঁর একাধিক অঙ্গ কাজ করছিল না।” ভাবনা আরও বলেন, বিজু খোটে তাঁর শেষ দিনগুলি পরিবারের সঙ্গে কাটাতে চেয়েছিলেন। তাঁর হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল তাঁকে। ভাবনা বলেন, “তিনি হাসপাতালে মারা যেতে চাননি তাই আমরা কিছুদিন আগেই তাকে বাড়িতে নিয়ে এসেছিলাম। এটি আমাদের সকলের জন্য বড় ক্ষতি।”
‘শোলে’ ছবিতে ‘কালিয়া’ চরিত্রে অভিনয় করে রসিকের হৃদয়ে রাজত্ব করেছিলেন প্রবীণ অভিনেতা উইজু খোট । উইজু খোটে প্রায় ২০০ টিরও বেশি মারাঠি-হিন্দি ছবি ও সিরিজে অভিনয় করেছেন। তিনি তার অভিনয় দক্ষতা, হাস্যরসের সঠিক সময়, দুর্দান্ত যোগাযোগের ভিত্তিতে বেশ কয়েকটি ভূমিকা পালন করেছিলেন।