Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিদ্যুৎ মাশুল কমানোর দাবীতে ভিক্টোরিয়া হাউস যাত্রা- আহত বিজেপি কর্মী সমর্থক

সংবাদ একলব্য, ১১ সেপ্টেম্বরঃ 
বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে বিজেপির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার সেন্ট্রাল অ্যাভিনিউ চত্বর। গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম সব থেকে বেশি। এখানে ১ ইউনিট বিদ্যুতের সর্বোচ্চ দাম ৯.৯৯ টাকা। প্রায় একই অবস্থা সিইএসসি ও রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম এলাকায়।
বিজেপি-পুলিশ সংঘর্ষে আহত হন বহু বিজেপি কর্মী। আহত হয়েছে পুলিশও। চলে জল কামান, কাঁদানে গ্যাস এবং লাঠি। স্তব্ধ হয়ে যায় যান চলাচল। বিজেপির দাবি-তৃণমূল নেতারা হুক করে বিদ্যুৎ নেন। তার দাম চোকাতে হয় সাধারণ মানুষকে। তোষণের রাজনীতি চালাতে রাজ্যের কিছু এলাকায় বিদ্যুতের মিটারের রিডিং নেয় না সরকার। বিদ্যুৎ মাসুল নিয়ন্ত্রণ করা হলে বছরে প্রতিটি মধ্যবিত্ত পরিবারের ৬০০০ টাকা করে বাঁচবে বলে দাবি করেছে বিজেপি। তারা আরও জানান-  সারা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বিদ্যুৎ মাসুল সর্বোচ্চ, অন্যের বিদ্যুৎ খরচ অন্য উপভোক্তার উপর চাপিয়ে দেওয়া, মিটার রিডিং-এ কারচুপি সহ মমতা সরকার ও গোয়েঙ্কার জন বিরোধী আঁতাতের বিরুদ্ধে সাধারণ মানুষের স্বার্থে তাদের আজকের প্রতিবাদ মিছিল।
রাজ্যবিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক মিঠু দাস জানান- "CESC-র বিদ্যুতের অতিরিক্ত দাম , মিটার রিডিং-এ কারচুপি, পাওয়ার Fluctuation -এর জন্য অতিরিক্ত মিটার রিডিং, অন্যের বিদ্যুৎ খরচ বিভিন্ন উপভোক্তার বিলে যুক্ত করা সহ বিবিধ কারণের প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে "চলো ভিক্টোরিয়া হাউস" প্রতিবাদ - আন্দোলন চলার সময় অনৈতিক ভাবে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে এরপর জল কামান দিয়ে কন্ঠ রোধের চেষ্টা করে।"
তাদের অভিযোগ-
১। সারা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বিদ্যুৎ মাসুল সর্বোচ্চ।
২। Power Fluctuationর জন্য অতিরিক্ত মিটার রিডিং।
৩। অন্যের বিদ্যুৎ খরচ অন্য উপভোক্তার উপর চাপিয়ে দেওয়া। 
৪। মিটার রিডিং-এ কারচুপি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code