সংবাদ একলব্য, কলকাতা, ১১ সেপ্টেম্বর ২০১৯ঃ কবি যখন হাতে কলম ধরে, তখন তার হাতে অস্ত্রে পরিচয় পায় কলম। এই অস্ত্র কোন প্রকার হত্যার কাজে বা শত্রু মোকাবিলার কাজে ব্যাবহার না হলেও, এই অস্ত্রের মাধ্যমেই সমাজের ভালো মন্দ সকল দিক গুলোকে তুলে ধরতে পারেন কবি বা লেখকেরা তাদের নিজের ভাষায়। আর এই রকমই নিজের ভাষায় কবিতা লিখতে ভালোবাসতেন ভুদেবজী। সেই কবিতা পাঠ করে গ্রামের মানুষদের শুনিয়েই উপার্জন তার। এই রকম এক গুল্প নিয়ে হিন্দি ছবি তৈরি করতে চলেছেন কলকাতার প্রযোজক অমিত আচার্য্য এবং ছবিটির পরিচালনা করছেন দীপাংশু সাহানি। ছবিটির নাম 'I am Victim' ।
তরুণ দত্তের লেখা গল্পতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে চলেছেন জনপ্রিয় অভিনেতা সঞ্জয় মিশ্র। ঝাড়খণ্ড অ কলকাতায় খুব শীঘ্রই সিনেমার শুটিং পর্ব শুরু হতে চলেছে। গল্পের মূল কাহিনী কবিতা পাঠ করে খুব অল্প উপার্জন হলেও নানা অভাব অনটনের মাঝখানে এই অল্পটুকু নিয়েই ভালো থাকতেন তিনি। কিন্তু হটাৎ করেই পালেন তিনি জাতীয় স্বীকৃতি। স্বীকৃতি পেয়ে জনপ্রিয়তা এসেছে বটেই কিন্তু তার পরিবর্তে হারালেন সেই সাদামাটা জীবন। অভাবতো মিটলই না উল্টে তাঁর সন্মান, সম্পত্তি নিয়ে দুই ছেলের মধ্যে লড়াই বাধল। সব ছেরে দিয়ে ঝাড়খণ্ড থেকে তিনি সোজা চলে এলেন কলকাতা, নতুন বাঁচার লড়াইয়ে। যে কবির কবিতা পড়ে অন্যেরা শক্তি পেতেন বাঁচার, সেই কবির অস্তিত্বই সঙ্কটে!
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊