আরিফ হোসেন, বড়ো আটিয়াবাড়ী, ১১ই সেপ্টেম্বর: 
রাজ‍্যজুড়ে বিভিন্ন এলাকায় চলছে দিদিকে বলো কর্মসূচী। সাধারন মানুষের অভাব-অভিযোগ শুনে তা নির্মূল করার লক্ষ‍্যে রাজ‍্য জুড়ে চলছে দিদিকে বলো কর্মসূচী। এর থেকে বাদ গেলো না দিনহাটা ১নং ব্লকের বড়ো আটিয়াবাড়ী ১নং গ্রাম পঞ্চায়েত। স্থানীয় পাগলারপাঠ প্রাথমিক বিদ‍্যালয় প্রাঙ্গন, রাসবাড়ি ও নতুন বাজার এলাকার নেতৃত্ববৃন্দের আয়োজনে এই তিনটি জায়গায় পালিত হলো দিদিকে বলো কর্মসূচী। এই কর্মসূচীতে সাধারন মানুষের উপস্থিতি ছিল নজরকাড়া। 
এদিন প্রত‍্যেক এলাকায় প্রায় ৩৫০-৫০০ জন মানুষ একত্রিত হয়েছিল। এদিন এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক জগদীশ বসুনীয়া, তৃনমূল ঘনিষ্ঠ নেতা ও দিনহাটা ব্লকের দিদিকে বলো কর্মসূচীর কো-অর্ডিনেটর আলম এছাড়াও উপস্থিত ছিলেন আটিয়াবাড়ী ১নং অঞ্চলের প্রধান ভৌমিকা দাস বর্মন ও গ্রাম পঞ্চায়েত। স্থানীয় দীপক বর্মন জানান, কর্মসূচীতে যোগ দেওয়া নেতৃত্ববৃন্দ জনগনের কোনো দাবি দাবা থাকলে মোবাইল নম্বরে ফোন করে জানানোর আবেদন করেন।