Sangbad Ekalavya:  পূর্ব নির্ধারিত ঘোষণা অনুসারে গণপতি উৎসব উপলক্ষ্যে আজ সকাল ১০ টা থেকে ভেটাগুড়ি লালবাহাদুর শাস্ত্রী (উচ্চ) বিদ্যালয়ের শ্রেণী কক্ষে আবৃত্তি ও নৃত্য প্রতিযােগিতায় অডিশন শুরু হয়। প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশ নেয় আজকের অডিশনে। শ্রী খোকন সাহা জানান- 'প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য নজরকাড়া উপস্থিতি ছিল। আশাকরি ভালো একটা অনুষ্ঠান উপহার দিতে পারবো।'   
আসুন দেখেনেই অডিশনের কিছু টুকরো ভিডিও-