Sangbad Ekalavya: ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিজেপি সাংসদ অর্জুন সিং এবার আক্রান্ত হলেন নিজের গড়েই। শুধু তাই নয়, তাঁর গাড়ি ভাঙচুর থেকে শুরু করে বিক্ষোভ, এমনকী পুলিশের মারে তাঁর মাথা ফেটেছে বলে অভিযোগ। তাঁর মাথায় সাতটি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার শ্যামনগরে। সাংসদ অর্জুন সিংয়ের গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। আক্রান্ত গাড়িচালকও। এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধে শ্যামনগরের ফিডার রোডে। 
অভিযোগ বিজেপির তিনটি পার্টি অফিস দখল করে নেয় তৃণমূল। এরপরেই গণ্ডগোল ছড়িয়ে পড়ে। এলাকায় অর্জুন সিং গেলে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। বিজেপি কর্মীরা অবরোধ শুরু করেন। সার্কাস মোড়ে সেই অবরোধ তুলতে গেলে দুপক্ষের ইট বৃষ্টি শুরু হয়ে যায়। এরই মধ্যে পড়ে মাথায় আঘাত পান বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁকে সঙ্গে সঙ্গে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।



(সংবাদ একলব্য এই  সংবাদ সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)