গৌতম সাহা, ২৮ শে সেপ্টেম্বর, মালদাঃ
গতকালই ছিল মহালয়া,পিতৃপক্ষের শেষ আর দেবী পক্ষের সূচনা।এমতাবস্থায় পশ্চিম বঙ্গের কমবেশী প্রায় ১ লক্ষ ৮৬ হাজার প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে ক্রমবর্ধমান বঞ্চনা আর অসম্মানের বিরুদ্ধে আরো সঙ্ঘবদ্ধ আন্দোলনের ইঙ্গিত পাওয়া গেল অধুনা বৃহত্তম প্রাথমিক শিক্ষক সংগঠন UUPTWA এর প্রিয় সম্পাদিকা পৃথা বিশ্বাস ও সাহসিনী বেলা সাহার উদ্দিপ্ত কন্ঠে। বিগত দু বছরের ক্রমাগত আন্দোলন ও পরবর্তী সরকারী বেতন বৃদ্ধির আদেশ কার্যকরী হয়েও জানা গেল কিছু নতুন শিক্ষক ছাড়া প্রায় সমস্ত প্রাথমিক শিক্ষকরা PB-3 স্কেলের বেতন ফিটমেন্ট ফ্যাক্টর ছাড়াই পেতে চলেছেন। তারপরে যখন পে কমিশনের অর্ডার অনুযায়ী কিঞ্চিৎ বেতন বৃদ্ধির সম্ভাবনা তখন সমগ্র প্রাথমিক শিক্ষকদের মনে বোধনের আগে বিসর্জনের করুণ সুর বাজিয়ে তুলেছিল।
ঠিক তখনই UUPTWA এর মালদা জেলা কমিটির প্রথম সম্মেলন মঞ্চে সেই বঞ্চনা ও অসম্মানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ ঘোষণা করলেন সম্পাদিকা পৃথা বিশ্বাস। এক ঐতিহাসিক শিক্ষক সম্মেলন তথা সমাবেশের সাক্ষী থাকল সমগ্র মালদাবাসী।বেশ কয়েকদিন ধরে বৃষ্টিপাতও মালদা জেলার প্রাথমিক শিক্ষকদের উচ্ছাস ও উদ্দিপনার কাছে হার মানল।শহরের অদূরে নবীন সিনেমার প্রেক্ষাগৃহে হাজার হাজার প্রাথমিক শিক্ষকের উপস্থিতি UUPTWA এর আন্দোলন কে আগামী দিনে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে তাতে কোন সন্দেয় রইল না।গত দুবছর ধরে বহু মিটিং,মিছিল,ডেপুটেশন তথা মানববন্ধন,আইন অমান্য,রাস্তা অবরোধ,কারাবরণ এমনকি বিধানসভা অভিযান করতে গিয়ে পুলিশের লাঠির অঘাত,বুট দিয়ে লাথি,জলকামানের আঘাত সহ্য করতে হয়েছে UUPTWA এর বীর সৈনিকদের।শেষে এই অসম্মান ও ১৪ জন উস্থিয়ানের অনৈতিক বদলী বোধহয় তাদের সহ্যের শেষ সীমা অতিক্রম করেছিল।
আর তারপরেই ১৪ দিনের আমরণ অনশন ও ফলস্বরূপ সরকারী বেতন বৃদ্ধির আদেশনামা।কিন্তু তাতেও বিপত্তি।কেবল গ্রেড পে বৃদ্ধি আর নতুন শিক্ষকদের পে ব্যান্ড পরিবর্তন। কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর সহ ১.১.০৬ থেকে নোশানাল এফেক্টের দাবীতে অনড় UUPTWA রাজ্য নেতৃত্ব। তাই গত একমাস ধরে দিন রাত এক করে রাজ্য কমিটির বীর উস্থিয়ানরা দাবীর সাপেক্ষে প্রচুর তথ্য সমৃদ্ধ কাগজপত্র জোগাড় করে দিয়ে এসেছেন নবান্ন থেকে বিকশভবনের তাবড় তাবড় অফিসারদের কাছে। কিছু আশ্বাস পেয়েছেন তাদের কাছ থেকে।এখন দেখার সঠিক যুক্তি-তর্ক তথা যুক্তির সাপেক্ষে পাওয়া কাগজের কোন গুরুত্ব তারা দেন কিনা? সময় সে কথা বলবে, তবে তার আগে একপ্রস্থ আগাম যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখলেন সংগঠনের কুশলী রাজ্য নেতৃবৃন্দ।
ঠিক তখনই UUPTWA এর মালদা জেলা কমিটির প্রথম সম্মেলন মঞ্চে সেই বঞ্চনা ও অসম্মানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ ঘোষণা করলেন সম্পাদিকা পৃথা বিশ্বাস। এক ঐতিহাসিক শিক্ষক সম্মেলন তথা সমাবেশের সাক্ষী থাকল সমগ্র মালদাবাসী।বেশ কয়েকদিন ধরে বৃষ্টিপাতও মালদা জেলার প্রাথমিক শিক্ষকদের উচ্ছাস ও উদ্দিপনার কাছে হার মানল।শহরের অদূরে নবীন সিনেমার প্রেক্ষাগৃহে হাজার হাজার প্রাথমিক শিক্ষকের উপস্থিতি UUPTWA এর আন্দোলন কে আগামী দিনে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে তাতে কোন সন্দেয় রইল না।গত দুবছর ধরে বহু মিটিং,মিছিল,ডেপুটেশন তথা মানববন্ধন,আইন অমান্য,রাস্তা অবরোধ,কারাবরণ এমনকি বিধানসভা অভিযান করতে গিয়ে পুলিশের লাঠির অঘাত,বুট দিয়ে লাথি,জলকামানের আঘাত সহ্য করতে হয়েছে UUPTWA এর বীর সৈনিকদের।শেষে এই অসম্মান ও ১৪ জন উস্থিয়ানের অনৈতিক বদলী বোধহয় তাদের সহ্যের শেষ সীমা অতিক্রম করেছিল।
আর তারপরেই ১৪ দিনের আমরণ অনশন ও ফলস্বরূপ সরকারী বেতন বৃদ্ধির আদেশনামা।কিন্তু তাতেও বিপত্তি।কেবল গ্রেড পে বৃদ্ধি আর নতুন শিক্ষকদের পে ব্যান্ড পরিবর্তন। কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর সহ ১.১.০৬ থেকে নোশানাল এফেক্টের দাবীতে অনড় UUPTWA রাজ্য নেতৃত্ব। তাই গত একমাস ধরে দিন রাত এক করে রাজ্য কমিটির বীর উস্থিয়ানরা দাবীর সাপেক্ষে প্রচুর তথ্য সমৃদ্ধ কাগজপত্র জোগাড় করে দিয়ে এসেছেন নবান্ন থেকে বিকশভবনের তাবড় তাবড় অফিসারদের কাছে। কিছু আশ্বাস পেয়েছেন তাদের কাছ থেকে।এখন দেখার সঠিক যুক্তি-তর্ক তথা যুক্তির সাপেক্ষে পাওয়া কাগজের কোন গুরুত্ব তারা দেন কিনা? সময় সে কথা বলবে, তবে তার আগে একপ্রস্থ আগাম যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখলেন সংগঠনের কুশলী রাজ্য নেতৃবৃন্দ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊