Latest News

6/recent/ticker-posts

Ad Code

পিঁয়াজ রফতানি নিষিদ্ধ করল সরকার

সংবাদ একলব্য, ২৯শে সেপ্টেম্বর ২০১৯ঃ দেশীয় বাজারে পিঁয়াজের মূল্যবৃদ্ধি রুখতে এবং বাজারে পিঁয়াজের জোগান বাড়াতে, রবিবার, পিঁয়াজ রফতানি নিষিদ্ধ করল সরকার। বাণিজ্যমন্ত্রকের অধীনে থাকা যে সংস্থাটি পণ্যের আমদানি ও রফতানি বিষয়টি দেখাশোনা করে, সেই ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডের তরফে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, “সমস্ত রকমের পিঁয়াজের রফতানি...অতি সত্ত্বর বন্ধ করা হচ্ছে”। দেশীয় বাজারে পিঁয়াজের মূল্যবৃদ্ধি রুখতে এবং রফতানি বন্ধ করতে, ১৩ সেপ্টেম্বর প্রতি পিঁয়াজ রফতানি মূল্য ৮৫০ ডলার ধার্য করেছে ডিজিএফটি। এই সর্বনিম্ম মূল্যের কম মূল্যে কোনও পণ্য রফতানি করা যায় না।
দিল্লিতে পিঁয়াজের দাম আকাশ ছুঁয়েছে, খুচরো বাজারে প্রতি কেজি পিঁয়াজের দাম ৬০ থেকে ৮০ টাকা, মহারাষ্ট্রের মতো বন্যা কবলিত হওয়ায়, বেশ কিছু জায়গায় পিঁয়াজের জোগান বা সরবরাহ ব্যাহত হওয়ায় সেখানেও দাম আকাশ ছুঁয়েছে।
মূল্যবৃদ্ধির আঁচ থেকে সাধারণ মানুষকে রেহাই পেতে, দেশজুড়ে ৫০,০০০ টন অতিরিক্ত পিঁয়াজ মজুত করেছে সরকার।

(সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, নিউজ ফিড থেকে সরাসরি সংগৃহীত)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code