Latest News

6/recent/ticker-posts

Ad Code

অভিনেতা তাপস পাল নতুন চরিত্রে নিজেকে তুলে ধরছেন নতুন ছবি 'বাঁশি' তে।

সংবাদ একলব্য, ৩০শে সেপ্টেম্বর ২০১৯: দীর্ঘ দিন পরে আবার পর্দার সামনে আসছেন জনপ্রীয় অভিনেতা তাপস পাল।  এর আগেও তিনি মানুষের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। মানুষের মনের কোঠায়, বলতে পারেন মানুষের মনের মন্দিরে এক অনন্য অভিনেতা হিসাবে নিজেকে অধিষ্ঠান করে নিয়েছেন। হ্যাঁ, অভিনেতা তাপস পালের কথা বলছি আমরা। আর সেই অভিনেতা তাপস পাল এবার আবার নতুন ভাবে কামব্যাক করছেন জে জে প্রোডাকশন নিবেদিত, তুহিন সিন্হা‌ ও রাহুল পরিচালিত এবং জীতেন্দ্র কুমার নাহার প্রযোজীত ছবি "বাঁশি" তে।

বলতে পারেন বহুদিন পর এই ছবির মাধ্যমে তিনি  ফিরছেন এক অন্যরকম লুকে এবং অন্যরকম চরিত্রে। এর আগে একটা সময় তিনি বাংলা ছবির জগতে একতরফা অধিপত্য স্থাপন করে এসেছেন সারাজীবন ধরে। আর আজ আবার অন্যরকম চরিত্রে আসছেন নতুন বাংলা ছবি 'বাঁশি'তে। ভালোবাসা, বিশ্বাস আর এক মায়ার জালে এই ছবির গল্প ছুটে চলবে। গল্পে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অভিষেখ চ্যাটার্জি, দেবিকা মুখার্জী, দেবাশিষ গাঙ্গুলি। এছাড়া এই ছবিতে রয়েছেন এক ঝাঁক নতুন তারকা। দেখা যাবে নতুন কিছু মুখ। রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মৌটুসি বিশ্বাস ও অনিকেত চ্যাটার্জি। ছবিতে দেখা যাবে তাদের নতুন জুটি৷ ইতিমধ্যে ছবির শ্যুটিং শেষ। এখন মুক্তির পথে দিন গুনছে ছবি বাঁশি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code