সংবাদ একলব্য, ১লা অক্টোবর: জ্বালানি তেলের দাম কমার কোনো লক্ষণই নেই, দিন দিন বেড়েই চলেছে। ভারতেও যার রেশ পড়েছে সন্দেহ নেই। যার অন্যতম কারণ হিসেবে সৌদি আরবের সরকারি তেল কারখানায় সাম্প্রতিক ড্রোন হামলা কেই দুষলেন সৌদি যুবরাজ মহম্মদ বিন সালমান।
    গত ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের সর্ববৃহৎ তেল কারখানা আমরাকোতে ড্রোন হামলা চালানো হয়। এরপরই গোটা বিশ্বে তেলের দাম বাড়তে শুরু করেছে। এই হামলার পেছনে ইরানের হাত আছে বলে দাবি সৌদি আরবের। যদিও তা অস্বীকার করেছে ইরান। তবুও সৌদি যুবরাজ এক সাক্ষাৎকারে বলেছেন যদি গোটা বিশ্ব ইরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় তো তেলের দাম আকাশছোঁয়া হতে সময় লাগবে না। এমনকি বিশ্বে তেলের সংকটও তৈরি হতে পারে নলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।