Sangbad Ekalavya:
গতকাল কোচবিহার 'তোর্সা সাহিত্য সংস্থা' আজ জলপাইগুড়ির দীর্ঘ সময়ের বন্ধ হয়ে যাওয়া রেডব্যাঙ্ক চা বাগানের দুস্থ ও হতদরিদ্র আবালবৃদ্ধবনিতাদের হাতে তুলে দিল নতুন ও পুরাতন বস্ত্র । সেইসাথে তাদের জন্যে আয়োজন করা করা হয় মধ্যাহ্ন-ভোজনের ।
তোর্সা সাহিত্য সংস্থা এই মুহূর্তে দুই বাংলায় একটি পরিচিত নাম । তারা কয়েক বছর ধরে কোচবিহার রাজবাড়ী পার্ক প্রাঙ্গনে একটি আন্তর্জাতিক লিটল ম্যাগাজিন মেলা দারুণ সাফল্যের সাথে পরিচালনা করে আসছে । সাহিত্য চর্চার পাশাপাশি নানান সমাজসেবামূলক কাজ এই সংস্থার অন্যতম লক্ষ্য । ব্লাড ডোনেশান ক্যাম্প, আই অপারেশন ক্যাম্প, বৃক্ষরোপন ইত্যাদির পাশাপাশি নারী সুরক্ষা আন্দোলনের মত মহৎ কাজের সাথেও এই সংস্থার নাম সর্বজনবিদিত ।
সংস্থার সাধারণ সম্পাদক মানস চক্রবর্তী জানান, "সাহিত্য সেবার পাশাপাশি আমরা সব সময় চেষ্টা করি, হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে । সকল সদস্যের সক্রিয় সহযোগিতায় আজ আমরা প্রতিবারের ন্যায় এবারো চা বাগান এলাকার মানুষের কাছে সামান্য আয়োজন নিয়ে পৌঁছতে পেরেছি।" সংস্থার অন্যতম সদস্য কবি জাকির হোসেন স্মৃতিজিৎ বলেন," আজ রেডব্যাঙ্ক চা-বাগান এলাকার তিনশতাধিক মানুষের হাতে কিছু পোশাক তুলে দিয়ে এবং তাদের সাথে একদিন মধ্যাহ্নভোজন সেরে অনুভব করলাম, "এ যেন কবিতা লেখার থেকেও সুখের, ঢের বেশী আনন্দের !" এই কর্মযজ্ঞে সামিল ছিলেন দিনহাটার অন্য দুই সক্রিয় সদস্য অধ্যাপিকা দীপ্তি রায় ও শিক্ষিকা সুলোচনা রায় কার্জী সহ আরও অনেকেই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊