Sangbad Ekalavya: 
জেলা জুড়ে চলছে 'সেফ ড্রাইভ, সেভ লাইভ' নিয়ে নানান কর্মসূচি। অথচ দিনহাটা-কোচবিহার মূল সড়কে বিপজ্জনক ভাবে চলছে যাত্রী পরিবহন। যে কোন মুহূর্তে বড়সড় বিপদ ঘটে যেতে পারে। 
গাড়ির ছাদে বসে যাত্রী পরিবহন নিয়ে যাত্রীরা যেমন অসচেতন অন্যদিকে প্রশাসনের 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' নিয়ে অনুষ্ঠান করাই মুখ্য হয়ে উঠেছে বলে অনেকে মনে করেন ।