লোকসভা নির্বাচনের ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সব ব্লক কমিটি গুলি ভেঙ্গে দেওয়া  হয়েছিল। দলের জেলা সভাপতির দায়িত্ব নিয়েই প্রথম কোর কমিটির বৈঠকের পর জেলার ব্লক কমিটি গুলিকে ভেঙ্গে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন কোচবিহারের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মন। 
বৈঠক শেষে নব নিযুক্ত কোচবিহার জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মন বলেছিলেন, “রাজ্য কমিটির নির্দেশে ব্লক কমিটি গুলি ভেঙ্গে দেওয়া হয়েছে। নতুন কমিটি না তৈরি হওয়া পর্যন্ত এলাকার বিধায়করা নিজ নিজ বক্ল গুলি দেখ ভাল করবেন। পাশাপাশি আজকের কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলার পাঁচটি মহকুমায় একটি করে কর্মী বৈঠক করা হবে।'

সূত্রের খবর ইতিমধ্যে পুনরায় ব্লক কমিটি গঠনের নির্দেশ চলে এসেছে রাজ্য কমিটি থেকে। আগামীকাল সম্ভবত দিনহাটা ১ নং ব্লক কমিটির সভাপতির নাম ঘোষণা করা হবে। তবে কে হবেন দিনহাটা ১ নং ব্লকের সভাপতি তা  এখনও জানা যায়নি। তবে সভাপতি পদ না রেখে কনভেনার এবং জয়েন্ট কনভেনার নামে নতুন পদের সৃষ্টি করা হয়েছে বলে জানা গেছে। 
কনভেনার হিসাবে পুরানো কর্মি দের প্রাধান্য দেওয়া হয়েছে বলেও জানা গেছে ।