অম্বরনাথ সেনগুপ্ত এবং রাজ্য সরকারের মধ্যে প্রতিমা নিরঞ্জন নিয়ে একটি মামলা দায়ের হয়েছিল। ২০১৭ সালের অক্টোবরে NGT রায় দেয়- কোন পুকুরে প্রতিমা নিরঞ্জন করা যাবে না। আর তাই গতবছর দিনহাটায় প্রতিমা নিরঞ্জন নিয়ে বাদানুবাদ শুরু হয়। আবেগ বনাম পরিবেশ। আর সিদ্ধান্ত হয় থানার দীঘি বলে পরিচিত দীঘিতে বহু পুরানো কাল থেকে যে প্রতিমা নিরঞ্জন হয়ে আসছিল তা রথবাড়ি ঘাটে হবে। আর এইবারও তার ব্যতিক্রম হলনা। দিনহাটার এস ডি ও দিনহাটার চেয়ারম্যানকে প্রতিমা নিরঞ্জনের জন্য রথবাড়ি ঘাটে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।
এই বিষয়ে বিধায়ক উদয়ন গুহ বলেছিলেন-
"দূর্গা পূজার বিসর্জ্জন গতবারের মতোই এবারও রথবাড়ী ঘাটেই হচ্ছে।এটাই প্রশাসনের সিদ্ধান্ত। থানার দিঘীতে বিসর্জ্জনের ব্যাপার এ আবেগ আর সব দিনহাটাবাসীর মতো আমাদেরও আছে, কিন্তু পদে বসে কোর্টের আইন না মানাটা ধৃষ্ঠতা। সেটা আমার বা আমাদের নেই। বরং আসুন সবাই মিলে বিসর্জ্জন উৎসবটা কে সুন্দর শান্তিপূর্ণ করে নতুন ঐতিহ্য গড়ে তুলি।"
কিন্তু এই সিদ্ধান্ত মানতে পারছে না দিনহাটার একটা বড় সংখ্যক সাধারণ মানুষ। ফলে আন্দোলন গড়ে তোলার চেষ্টা চলছে । দিনহাটার একটি সামাজিক সংগঠন অশ্বমেধ এই বিষয়ে কিছুদিন আগে এসডিওর স্মরণাপন্ন হয়েছিলেন সিদ্ধান্ত পূনর্বিবেচনার জন্য।
আজ ভারতীয় জনতা পার্টির দিনহাটা শহর যুব মোর্চা দিনহাটা থানার দীঘিতে প্রতিমা বিসর্জনের দাবিতে মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন প্রদান করেন। তাদের দাবি- 'দিনহাটার আবেগ ফিরিয়ে দাও- থানার দিঘি খুলে দাও'
বিস্তারিত দেখুন ভিডিওতে-
কিন্তু এই সিদ্ধান্ত মানতে পারছে না দিনহাটার একটা বড় সংখ্যক সাধারণ মানুষ। ফলে আন্দোলন গড়ে তোলার চেষ্টা চলছে । দিনহাটার একটি সামাজিক সংগঠন অশ্বমেধ এই বিষয়ে কিছুদিন আগে এসডিওর স্মরণাপন্ন হয়েছিলেন সিদ্ধান্ত পূনর্বিবেচনার জন্য।
আজ ভারতীয় জনতা পার্টির দিনহাটা শহর যুব মোর্চা দিনহাটা থানার দীঘিতে প্রতিমা বিসর্জনের দাবিতে মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন প্রদান করেন। তাদের দাবি- 'দিনহাটার আবেগ ফিরিয়ে দাও- থানার দিঘি খুলে দাও'
বিস্তারিত দেখুন ভিডিওতে-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊