অমিত সরকার, ৭ই সেপ্টেম্বর ২০১৯ঃ চলতি ক‍্যারিবিয়ান প্রিমিয়ার লিগে পরিবর্তিত হল ট্রিনবাগো নাইট রাইডার্সদের অধিনায়ক, এখন দলের প্রতিনিধিত্ব করছেন নতুন অধিনায়ক।

চলতি খেলায় একটি প্রাক্টিস ম‍্যাচে তাদের বর্তমান অধিনায়ক ডোয়েন ব্রাভো চোট পাওয়ার জন্য ইতিমধ্যে ছিটকে গেছেন, তাই দলের তরফে ঘোষিত হয়েছে নতুন অধিনায়ক কায়রন পোলার্ডের নাম। প্রসঙ্গত, এই প্রথমবার “টি কে আর ” কে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন পোলার্ড।

অন‍্যদিকে অধিনায়ক হওয়ার পর দলের জন্য ভালো কিছু করার বিষয়ে আশাবাদী পোলার্ড। গোটা দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার জন্য প্রস্তুত তিনি। এর আগে আমরা এই তারকা ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডারকে একাধিক ম‍্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দুরন্ত সব ইনিংস খেলতে দেখেছি।ঝোড়ো ব‍্যাটিংয়ের পাশাপাশি বোলিং টাও দারুণ করে এই ক্রিকেটার।