মধুসূদন রায়, ময়নাগুড়ি, ৭ সেপ্টেম্বর ২০১৯: আজ ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি অঞ্চলের- আমগুড়ি রামমোহন হাইস্কুলের মাঠে একাদশ ও দ্বাদশ শ্রেণির ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। জানা যায় ক্লাস একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রদের মধ্যে কোন রকম ফুটবল খেলার সময়  মিল ছিলনা। এক শ্রেণি আরেক শ্রেণির ছাত্রদের শত্রু হয়ে দাড়িয়েছিল।  তাদের একত্রিত করার জন্য ও আগামী দিনে সবাই  একসঙ্গে  মিলাগত দলবদ্ধ  ভাবে ফুটবল খেলায় এগিয়ে যাওয়ার জন্য আজকের এই ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়।
দুই দলের ( একাদশ ও দ্বাদশ ) হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে  প্রথম পুরস্কার (ট্রফি) জিতে নিলেন দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা।