আনারুল ইসলাম প্রামাণিক , চ্যাংরাবান্ধাঃ
মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি সীতানাথ হাই স্কুলে বিনা মূল্যে জনস্বার্থে সমাজ সেবা মুলক কাজে এগিয়ে আসেন জামালদহ স্বরূপ সেবা ফাউন্ডেশন। তাদের সহযোগিতা করেন শিলিগুড়ি লায়ন্স আই হসপিটাল। শিবিরে উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ রবি পান্ডে, জামালদহ স্বরুপ সেবা ফাউন্ডেশন এর পক্ষ্যে থেকে মৃনাল রায় বীর, রাজিব চক্রবর্তী, প্রতাভ ঝা, রিংকু রায়, ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান মৃতুঞ্জয় সিংহ সরকার, বিশিষ্ট সমাজ সেবি শাহজাহান আলী সরকার রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন । আজকের এই চক্ষু ও ছানি অপারেশন শিবিরে প্রচুর লোকের ভীড় দেখতে পাওয়া যায়। প্রায় এক শতাধিকেরও বেশী রুগী কে চক্ষু পরিক্ষা করে চশমা দেওয়া হয় এবং কয়েক জন রুগী কে ছানি অপারেশন করার জন্যে পদক্ষেপ গ্রহণ করেন। স্বরূপ সেবা ফাউন্ডেশন এর মুখপাত্র মৃনাল রায় বীর জানান আমরা আগামী দিনে আরও বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করতে চলছি। আজকে ভোটবাড়ি সীতানাথ বিদ্যালয়ে যে ভাবে রুগীদের সারা মিলছে তাতে করে আগামী দিনে আমরা এর চেয়েও আরও বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করব।
ভোটবাড়ি সীতানাথ হাই স্কুলে, এই অনুষ্ঠান হওয়াতে অনেকেই উপকৃত হন বলে বেশ কিছু সংখ্যক রুগী জানান।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊